সাবেক চীফ হুইপ পৃষ্ঠপোষকতায় বাউফলে মাস্ক বিতরন: বাড়ছে জনসচেতনতা

সাবেক চীফ হুইপ পৃষ্ঠপোষকতায় বাউফলে মাস্ক বিতরন: বাড়ছে জনসচেতনতা

সাইফুল ইসলাম, বরিশাল লাইভ ॥ সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরেজ এমপি’র পৃষ্ঠপোষকতা ও নির্দেশনায় ৫০ হাজার মাস্ক, স্যানিটাইজার সামগ্রী ও লিফলেট বিতরণ করা হচ্ছে। গত দুইদিনে মাস্ক ব্যবহার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে তিন থেকে চারগুন। চার দিকে তাকালেই ছোট বড় সবার মুখে মাস্ক পরিহিত।
 করোনায় সংক্রামক হাচি,কাশি, সর্দি যা বাতাশের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সংক্রামক মুক্ত থাকার প্রাথমিক ধাপ মাস্ক ব্যবহার করা। জনসচেতনতার লক্ষ্যে গণমাধ্যমসহ প্রশাসনিক ভাবে মাস্ক উদ্ধুদ্ধ করা হলেও ব্যবহার সংখ্যা ছিল খুবই কম।

একাধিক সূত্র জানান, সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটি সভাপতি আ.স.ম ফিরোজ এমপি পৃষ্ঠপোষকতায় রবিবার থেকে বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম করেন। সংশিষ্ট ইউপি চেয়ারম্যান এ মাস্ক দরিদ্র পরিবার পৌঁছে দেন। যেন এ মাস্ক বিতরনের মাধ্যমে করোনায় প্রতিরোধ সচেতনতায় সক্রিয় হচ্ছে জনপ্রতিনিধিগন।

সরেজিমনে বাউফল ইউনিয়নের জসিম উদ্দিন খান, নাজিরপুর ইউনিয়নে ইব্রাহিম ফারুক এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নের আলকাচ মোল্লাকে স্ব-স্ব ইউনিয়নের মধ্যে মাস্ক বিতরন করতে দেখা গেছে।
বাউফল ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান জানান, করোনা সংক্রামক থেকে মুক্ত থাকার রক্ষার্থে বাউফল ইউনিয়নের বিভিন্ন স্পটে দেড় সহ¯্রাধিক মাস্ক বিতরন করা হয়। ইউনিয়নের স্পটগুলো হচ্ছে, বিলবিলাস বন্দর, আমির মোল্লা বাড়ি ব্রীজ সংলগ্ন বাজার, আফছের গ্রেজ, আলতাফ ঘের, অলিপুরা বাজার, নকুল হাট এবং হোসনাবাদ মার্কেট।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক জানান, সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজের পৃষ্ঠপোষকতা ও নির্দেশনা ৫০ হাজার মাস্ক, স্যানিটাইজার সামগ্রী ও লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি এ কার্যক্রমকে প্রতিনিয়ত মনিটরিং করছেন। দেশের বাহির থেকে আসা লোকদের ১৪ দিন ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। একাজে জনপ্রতিনিধিদেরকে প্রশাসন সহায়তা করছেন।

এ দিকে উপজেলার দোকানগুলোতে মাস্ক বিক্রি হচ্ছে। ২০ থেকে ১৫০ টাকা মূল্যের মাস্ক রয়েছে। বিক্রেতারা জানান, বর্তমানে মাস্ক ক্রেতার চাহিদার সাথে মূল্য বেড়েছে।